মা আদ্যাশক্তি মহামায়ার সৃষ্টি কিভাবে হলো ? মা আদ্যাশক্তি আসলে কে ?

 শক্তি কখনো সৃষ্টি বা ধ্বংস হয় না তার কেবল রূপান্তর ঘটে। সেরকম ভাবেই আদ্যাশক্তি মহামায়া আদি-অন্তহীন, 'মার্কন্ডেয় পুরাণ' 'দেবী ভাগবতে' তাকে সৃষ্টি রহিত বলা হয়েছে এবং পরমেশ্বরী রূপে তার স্তব করা হয়েছে।


            বিশ্বসৃষ্টির পূর্বে যখন সময়েরও অস্তিত্ব ছিল না তখন কেবল "পরমব্রহ্ম, পরমেশ্বর ভগবান শ্রীহরি বিষ্ণু" অনন্ত শয‍্যায় শয়ন করছিলেন। তখন আদিশক্তি তার নেত্রে 'যোগনিদ্রা' রূপে বিরাজ করেন। আর যখন ভগবান বিষ্ণুর নিদ্রা ভঙ্গ হয় তখন তিনি 'যোগমায়া' বা 'মহামায়া' নামে পরিচিত হন।



                আদিতে 'মধু-কৈটভের' হাত থেকে রক্ষা পাবার জন‍্য 'ব্রহ্মা' স্তব করলে সেই সময় ভগবান বিষ্ণুর 'নেত্র' থেকে তার প্রথম প্রকাশ ঘটে। এই কারনে তাকে 'বিষ্ণুমায়া' বলা হয়। বিষ্ণু পুরাণে তাকে 'পরম বৈষ্ণবী' বলা হয়েছে। যোগমায়া সাধারণত নিরাকার কিন্তু কখনো কখনো তিনি 'অষ্টভুজা দেবী' রূপে স্বাকার হন, এই অষ্টভুজা রূপেই তিনি 'কংসের কারাগারে' প্রকট হয়েছিলেন।



দেবী আদি-পরাশক্তির সাধারণত তিন রূপ- 'মহাসরস্বতী, মহালক্ষী ও মহাকালি।'

              ব্রহ্মবৈবর্ত পুরানে আদিশক্তিকেই 'রাধা' বলা হয়েছে। এই পুরান মতে আদিশক্তি থেকে সর্বপ্রথম সাতজন দেবীর উৎপত্তি হয় তারা হলেন, "গায়ত্রী, সাবিত্রী, সরস্বতী, লক্ষী, উমা, কালি এবং গঙ্গা"।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কৃষ্ণ কেন রাধাকে বিয়ে করেননি যেখানে তিনি এতগুলি বিবাহ করেছিলেন ? তবে কেন তার রাধার সাথে নাম নেওয়া হয় ?

ধর্ম পৃথিবীতে কিভাবে এলো ?

সূর্য বংশীয় রাজা এবং চন্দ্র বংশীয় রাজা কাদের বলা হয় ?