শ্রীকৃষ্ণের গায়ের রং নীল না কালো ? কৃষ্ণ এর অর্থ কালো, কিন্তু তাঁকে ছবি বা প্রতিমূর্তিতে নীল দেখানো হয় কেন ?
ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং নীল না কালো এটা মানুষের চিরকালের কনফিউশন।
বিষ্ণুস্তোত্রে বলা হয়েছে,
শান্তাকারং ভুজগশয়নং পদ্মনাভং সুরেশং
বিশ্বাধারং গগনসদৃশং মেঘবর্ণম শুভাঙ্গম্।
অনুবাদ - সর্বদা শান্ত তাঁর রূপ, যিনি শেষনাগের শয্যায় শয়ন করেন, যার নাভি থেকে পদ্মের উৎপত্তি, যিনি সর্বদেবের অধীশ্বর, তিনি সমগ্ৰ বিশ্বের আধার, আকাশের ন্যায় অনন্ত এবং মেঘের সমান বর্ণ তার।
পুরাণ মতে ভগবান বিষ্ণুর গায়ের রং "বর্ষাদায়ী মেঘের সমান, অর্থাৎ ঈষৎ কালো, ঈষৎ নীল"।
ভগবান বিষ্ণু তাঁর সম্পূর্ণ কলা ধারণ করে কৃষ্ণ অবতার নিয়েছিলেন। তাই শ্রীকৃষ্ণের গায়ের রং আর ভগবান বিষ্ণুর গায়ের রং একই।
কৃষ্ণ মানে 'কালো', আবার কৃষ্ণ মানে 'অনন্ত'। এই ব্রহ্মান্ড অন্তহীন এবং অন্ধকারময়। আর ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত বিশ্বব্রহ্মান্ড স্বরূপ, তাই তাঁকে কালো দেখায়, কিন্তু বাস্তবে তার কোনো বর্ণ হয়না।
তাঁর নীল বর্ণের দেখানোর পেছনেও একটা কারণ আছে। আমরা পৃথিবী থেকে যে আকাশ দেখি তা বাস্তবে অনন্ত মহাবিশ্ব, যা কালো হলেও পৃথিবীর বায়ুমণ্ডলের কারণেনীল দেখায়। এই দর্শনটি বোঝানোর জন্যই ভগবান শ্রীকৃষ্ণকে নীল দেখানো হয়। কারণ মানুষ কখনো তার বাস্তব রূপ দেখতেই পায়না। মায়ার বশীভূত হয়ে তার আন্তরিক গুণাবলী ছেড়ে তার কার্যের নিন্দা করে, কিন্তু তার লীলার রহস্য সে কখনো বুঝতে চায়না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন