গেরুয়া রঙের সাথে হিন্দুত্বের কী সম্পর্ক ?

            সন্যাসীগণ গেরুয়া পরিধান করেন। এই গেরুয়া পরিধান করার কারন জানতে গেলে আগে সন্যাসীর গুন জানতে হবে।

                সন্যাসী সর্বদা একজন 'স্থিতপ্রজ্ঞ' ব্যাক্তি। এখন প্রশ্ন হলো স্থিতপ্রজ্ঞ কাকে বলে ? শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ে ভগবান স্থিতপ্রজ্ঞ ব্যাক্তির গুন বর্ণনা করেছেন।

অপরদিকে গেরুয়া রঙ 'ত্যাগ, সাহস, শক্তি ও শৌর্যের' প্রতীক। 

           একজন সন্যাসী তার সমস্ত বাসনা ত্যাগ করেছেন, তার কিছুই পাওয়ার নেই। যেহেতু তার কিছু পাওয়ার আশা নেই তাই কিছু হারানোর ভয় ও নেই। যেহেতু তার কোনো ভয় নেই তাই তার সাহস এবং মানসিক শক্তির কোনো অভাব নেই। এই কারনে সন্যাসিগন গেরুয়া পরিধান করেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কৃষ্ণ কেন রাধাকে বিয়ে করেননি যেখানে তিনি এতগুলি বিবাহ করেছিলেন ? তবে কেন তার রাধার সাথে নাম নেওয়া হয় ?

ধর্ম পৃথিবীতে কিভাবে এলো ?

সূর্য বংশীয় রাজা এবং চন্দ্র বংশীয় রাজা কাদের বলা হয় ?