শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের আগে বচন দিয়েছিলেন তিনি অস্ত্র উঠাবেন না, কিন্তু মহামহিম ভীষ্মের দিকে রথের চাকা নিয়ে প্রহার করতে উঠেছিলেন। এতে কি শ্রীকৃষ্ণের বচন ভঙ্গ হয়েছিল ? হলে এর পিছনে যুক্তি কি ?
ভগবান শ্রীকৃষ্ণ 'অর্জুন এবং ভীষ্ম' কে শিক্ষা দেবার জন্য অস্ত্র ধারণ করেছিলেন।
কুরুক্ষেত্রের যুদ্ধ পাণ্ডবদের অধিকারের যুদ্ধ ছিলো, কিন্তু তাদের সাথে যে অসংখ্য রথী-মহারথী এবং সাত অক্ষৌনি সেনা যুদ্ধ করেছিল তাদের কোনো ব্যাক্তিগত অধিকার বা স্বার্থ ছিলো না কিন্তু তবুও তারা অর্জুনের শৌর্য এবং পরাক্রমের ওপর বিশ্বাস করে ধর্মযুদ্ধে অংশ নিয়েছিল। তাদের রক্ষা করা অর্জুন ও অন্য পাণ্ডবদের কর্তব্য। কিন্তু অর্জুন তার এই কর্তব্য সম্পুর্ণ ভাবে পালন করছিল না।
যুদ্ধের প্রথম দিন সম্মুখে আত্মীয়-স্বজনদের দেখে অর্জুন মোহঃগ্ৰস্থ হয়ে পড়লে ভগবান শ্রীকৃষ্ণ অমূল্য ভগবত গীতা জ্ঞান দান করে তাকে গ্লানি মুক্ত করেন। কিন্তু অর্জুনের গ্লানি অন্যদের ক্ষেত্রে দুর হলেও পিতামহ ভীষ্ম কে দেখলে অর্জুন মোহঃগ্ৰস্থ হয়ে পড়তেন। অর্জুন পিতামহ ভীষ্ম কে বধ করতে পারতেন না কিন্তু অর্জুন তার পূর্ণ শক্তি দিয়ে যুদ্ধ করলে ভীষ্মের পক্ষে প্রতিদিন ভয়াবহ সৈন্য সংহার করা সম্ভব হতো না। ভগবান শ্রীকৃষ্ণ এটা বোঝানোর জন্যই অস্ত্র ধারণ করেছিলেন।
দ্বিতীয়ত তিনি পিতামহ ভীষ্ম কে শিক্ষা দিতে চেয়েছিলেন। যখন বিচিত্রবীর্য নিঃসন্তান অবস্থায় মারা যায় তখন তার মাতা সত্যবতী ভীষ্ম কে বলেন বিচিত্রবীর্যের দুই পত্নি অম্বিকা ও অম্বালিকাকে বিবাহ করে বংশ রক্ষা করার জন্য এবং সিংহাসনে বসে হস্তিনাপুরেকে সুরক্ষা দান করার জন্য। কিন্তু ভীষ্ম তার প্রতিজ্ঞার কারনে তার বিমাতা সত্যবতীর আজ্ঞা অমান্য করেন। যার পরিনাম স্বরূপ কুরুবংশের বিনাশ হয়।
কারন ভীষ্ম যদি রাজা হতেন তাহলে হস্তিনাপুরে কোনো প্রকার অঘটন হয়তো তিনি ঘটতে দিতেন না। কিন্তু তিনি সিংহাসনে বসেননি যার ফলে "পান্ডবদের বার্ণাবর্তে পুরিয়ে মারার ষড়যন্ত্র জানা সত্ত্বেও তিনি কিছু বলতে পারেননি। এরপরও ছলপূর্বক পান্ডবদের দ্যুতক্রীড়ায় পরাজিত করা, দ্রৌপদীর বস্ত্রহরণ, দ্বিতীয় দ্যুতক্রীড়ায় পান্ডবদের আবার ছলনার দ্বারা পরাজিত করে বনবাসে পাঠানো, বনবাস ও অজ্ঞাতবাস সম্পন্ন করার পরেও পান্ডবদের রাজ্য ফিরিয়ে না দেওয়া এবং সর্বশেষে অধর্মের পক্ষ নিয়ে প্রাণপ্রিয় পান্ডবদের পরাজয়ের কারণ হওয়া।" এই সবকিছু তাকে সহ্য করতে হয়েছিল কেবলমাত্র তার আজীবন রাজসিংহাসনের প্রতি অনুগত থাকার প্রতিজ্ঞার কারনে।
ভগবান শ্রীকৃষ্ণ অস্ত্র ধারণ করে তাকে বোঝাতে চেয়েছেন যে " প্রতিজ্ঞা নিজের ব্যক্তিগত সমস্যা হয়, আর সেই ব্যাক্তিগত সমস্যা যদি অধর্মের কারন হয়ে দাঁড়ায় তবে সেই প্রতিজ্ঞা ভেঙে ফেলাই উত্তম।"
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন