সনাতন ধর্মে মৃতদেহ কেন দাহ করা হয়?
আমাদের সনাতন ধর্মে দাহ করা বাধ্যতমূলক নয়, সমাধি ও দেওয়া যেতে পারে। কিন্তু দাহ করার পেছনে বেশ কিছু কারন আছে। সেই কারন গুলির মধ্যে তিনটি কারন আমি উল্লেখ করছি যার একটি ধর্মীয়, একটি সামাজিক ও একটি বৈজ্ঞানিক কারন।
ধর্মীয় কারন - সনাতন ধর্ম মতে জীব দেহ পঞ্চ তত্ত্ব দ্বারা নির্মিত হয়। এই পঞ্চ তত্ত্ব হলো "ক্ষিতি অর্থাৎ ভূমি, অপ অর্থাৎ জল, তেজ অর্থাৎ অগ্নি, মরুৎ অর্থাৎ বায়ু এবং ব্যোম অর্থাৎ আকাশ।"
শরীর ভূমি দ্বারা নির্মিত হয়, জল রক্ত রূপে শরীর কে স্বচল করে, বায়ু শ্বাস রূপে জীবন দেয়, অগ্নি তাপ রূপে শক্তি দেয় এবং আকাশ সর্বদা মাথার উপরে আশ্রয় দান করে। 'ভূদেবী, বরুণ, অগ্নি, পবন ও দেবরাজ ইন্দ্র' এই পঞ্চ দেবতা দ্বারা পঞ্চ তত্ত্ব নিয়ন্ত্রিত হয়। মৃত্যুর পর দেবতাদের দান করা শরীর তাদের ফিরিয়ে দিতে হয়,সেই কারণে আমরা মৃতদেহ দাহ করি।
অগ্নিকে দেবতাদের মুখ বলা হয় তাই যজ্ঞের সমস্ত আহুতি ও নৈবেদ্য অগ্নির মাধ্যমেই দেবতাদের সমর্পণ করা হয়। সেই কারনে নশ্বর শরীর অগ্নি সংযোগের মাধ্যমে দেবতাদের ফিরিয়ে দেওয়া হয়।
সামাজিক কারন - পৃথিবীতে প্রতিনিয়ত জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে। তাই পৃথিবীতে একটা বিশাল জায়গা যদি সমাধিক্ষেত্র এর জন্য সংরক্ষিত থাকে তাহলে ভবষ্যতে বাসস্থানের অভাব দেখা যেতে পারে। তাই হয়ত বহুকাল আগেই মানুষ এই সম্ভাবনা আন্দাজ করেছিলো তাই দাহ করার প্রথা শুরু হয়।
বৈজ্ঞানিক কারন - মানুষের মৃত্যুর বিভিন্ন কারন থাকতে পারে। অনেকের মৃত্যু ছোয়াচে রোগের কারণে হয়। তাই মৃতদেহ যদি দাহ করা হয় তবে সেই সমস্ত রোগ জীবাণু আগুনে ধ্বংস হয়ে যায়। এই কারনে দাহ করার প্রচলন শুরু হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন