ভগবান শিব তথা মা দুর্গা কে ত্রিনয়ন এবং ত্রিনয়নী কেন বলা হয় ?
মহাদেব এবং মা দুর্গার তিনটি চোখ তাই তাদেরকে ত্রিনয়ন ও ত্রিনয়নী বলা হয়।
এই ত্রিনয়নের বিভিন্ন দিক আছে, একদিকে এটি বোঝায় যে মহাদেব তার ত্রিনয়ন দ্বারা ত্রিলোক অর্থাৎ "স্বর্গ, মর্ত, পাতালে" নজর রাখছেন। অপর দিকে এই ত্রিনয়ন দ্বারা তাকে ত্রিকালদর্শী বোঝানো হয়েছে, অর্থাৎ 'ভূত, ভবিষ্যত, বর্তমানের' কোনো কিছুই তার অজানা নয়।
শিব পুরাণে বর্ণিত একটি কাহিনী অনুসারে একবার দেবী পার্বতী পেছন থেকে মহাদেবের চোখ হাত দিয়ে চেপে ধরেন, যার ফলে সমগ্র পৃথিবীতে অন্ধকার নেমে আসে (এর কারন হলো পুরান মতে মহাদেবের দুচোখে চন্দ্র ও সূর্য ব্যাস করেন)। অন্ধকার দূর করতে মহাদেব তখনই তার তৃতীয় নেত্র খুললেন যার ফলে চারিদিকে ভয়নক আগুন জ্বলে উঠল (কারন তার তৃতীয় নয়নে অগ্নি বাস করে)।
পুরানমতে মহাদেব তার তৃতীয় নেত্র দ্বারাই 'কামদেব' কে ভস্ম করেছিলেন।
কাম না থাকলে সৃষ্টি কখনো সম্ভব না, কিন্তু মানুষ যখন কামান্ধ হয়ে যায় তখন সেই কামভাব তার বিনাশের কারন হয়। তাই কামের ওপর জ্ঞানের নিয়ন্ত্রন আবশ্যক। বাস্তবে মহাদেবের তৃতীয় নয়ন জ্ঞানের প্রতীক যাকে 'জ্ঞানচক্ষু' বলা হয়। তাই যে মুহুর্তে জ্ঞানচক্ষু খোলে তখনই কাম ভষ্মিভূত হয়।
মহাদেবের মতো এই জ্ঞানচক্ষু আমাদের প্রত্যেকেরই আছে, কিন্তু তা এখনো বন্ধ। যে মুহুর্তে আমাদের জ্ঞানচক্ষু খুলবে সমস্ত বিকার সেই মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন