দেবী মনসার জন্ম কিভাবে হয়েছিল ?
'শিবপুরাণ' মতে একবার "নাগমাতা কদ্রু পাতাল লোকে কন্যা সন্তান লাভের আশায় একটি মুর্তি নির্মাণ করেন"। সেই সময় 'মহাদেব' ও 'দেবী পার্বতী' সাপ রূপে জলকেলী করছিলেন, তখন মহাদেবের দেহ থেকে এক দিব্য তেজ নির্গত হয় এবং সেই তেই মুর্তিতে পড়তেই সেই মুর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়।
মহাদেবের মানসকন্যা হওয়ার কারনে নাগমাতা তার নাম রাখেন 'মনসা'। মুর্তি নির্মাণের সময় কদ্রু তার একটি চক্ষুদান করতে ভুলে গিয়েছিলেন যে কারণে দেবী মনসার একচোখ দৃষ্টিহীন।
মহাভারত অনুসারে যখন 'মহারাজ জন্মেজয়' সর্পবিনাশ যজ্ঞ করছিলেন তখন "ঋষি জরৎকারুর পুত্র আস্তিক" সেখানে গিয়ে সেই যজ্ঞ এবং মহারাজ জন্মেজয়ের স্তুতি করেন। তার স্তুতিতে প্রসন্ন হয়ে জন্মেজয় যজ্ঞ বন্ধ করেন। এই ঋষি আস্তিকের মাতার নামও 'জরৎকারু' যিনি 'নাগকুলের দেবী'। এই জরৎকারুই 'দেবী মনসা'।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন